এবার ওবামার বোমা তত্ত্ব

মিশরের সিনাই উপদ্বীপে ২২৪ আরোহী নিয়ে রাশিয়ার কোলাভিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সন্ত্রাসীদের পেতে রাখা বোমাকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের সিয়াটেল রেডিও স্টেশন কিরোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তর থেকে বলা হয়েছিল, ‘ খুব সম্ভব কোনো বিস্ফোরক উপকরণের সাহায্যেই বিমানটি ভূপাতিত করা হয়েছে।’

এছাড়া একই দিন এক মার্কিন কমকর্তা বলেছেন, ‘ বিমানটি বিস্ফোরণের পেছনে বোমার সম্ভাবনাই প্রবল। এর পেছনে আইএস থাকতে পারে।’

শনিবার বিমানটি বিধ্বস্তের পরপর আইএস এক বিবৃতিতে দাবি করেছিল, তারাই হামলা চালিয়ে বিমানটি ভূপাতিত করেছে। মিশর ও রাশিয়া কর্তৃপক্ষ অবশ্য তাৎক্ষনিকভাবে আইএসের এ দাবি নাকচ করে দিয়েছিল। দেশ দুটির কর্তৃপক্ষের মতে, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণের সম্ভাবনা বেশি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘যখনই কোনো বিমান বিধ্বস্ত হয়, প্রথমে সেটিকে ট্র্যাজেডি হিসেবে নেওয়া হয়। আপনাকে নিশ্চিত করতে হবে যে, এ বিষয়ে তদন্ত চলছে। আমি মনে করি, বিমানটিতে সম্ভবত বোমা ছিল। আমরা এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি।’



মন্তব্য চালু নেই