এবার ঈদে জনদুর্ভোগ কমবে : ওবায়দুল কাদের

এবারের ঈদে মহাসড়কে জনদুর্ভোগ ও যানজট কম হবে বলে আশ্বাস দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা গাজীপুরের চন্দ্রা মোড়ে মহাসড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শন করতে এসে তিনি এ আশ্বাস দেন।

এসময় মন্ত্রী বলেন, ‘গত চার ঈদের তুলনায় এবার জনদুর্ভোগ ও যানজট কম হবে। বিশেষ করে ঢাকা-চট্রগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে ফোর লেনের কাজ শুরু হওয়ায় যানজট কমবে। এছাড়া ঈদের আগে জনদুর্ভোগ কমাতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘মহাসড়কগুলোতে যানজট নিরসনে সংস্কার কাজ অব্যাহত রাখা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ৪০ ফুটের চেয়ে বেশি রাস্তা সম্প্রসারণ কাজ সম্পন্ন করে যানজট নিরসনে স্থায়ী সমাধান করা হয়েছে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ঢাকা-চট্রগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু অংশের কার্পেটিংয়ের কাজও।’

মহাসড়কের বেহলা দশার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অধিকাংশ মহাসড়ক পুরোনো হয়ে গেছে। তাই অতিরিক্ত বর্ষণ ও লোডের কারনে এসব মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। এসব মহাসড়ক বিটুমিনের পরিবর্তে কংক্রিট দিয়ে মেরামত ও নির্মাণ করা হবে, যাতে টেকসই হয়।’

মহাসড়ক সম্প্রসারণ কাজের অগ্রগতি দেখে পরিদর্শনকালে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই