এবার ইসির বিরুদ্ধে ইসিতে অা’লীগের অভিযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে ইসিতেই অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন।

সিইসির সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের ওপরে নিরপেক্ষতার নাম করে ইসি অন্যায় আচরণ করছে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে ফুলগাজীতে আমাদের উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ইসি ভালোভাবে তদন্ত না করেই তাকে বরখাস্ত করেছে। আমাদের কাছে প্রমাণ আছে, যিনি এই তদন্ত করেছেন তিনি বিএনপি করেন। তাই তার এই তদন্ত গ্রহণযোগ্য হতে পারে না।’

এ সময় তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে একজন সাংসদকে শোকজ করা হয়েছে। আমরা চাই নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করতে যা যা করা দরকার, তারা তা-ই করবেন। সরকার দলীয় বা বিরোধী দলীয় যে-ই হোক, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া উচিত হবে না। আমরা দলীয়ভাবে সাংসদদের সতর্ক করেছি। আবারও সতর্ক করা হবে।’



মন্তব্য চালু নেই