‘এবার আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭.১৫ শতাংশে উন্নীত হবে’

নিজস্ব প্রতিবেদক (সাভার) : দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়া বর্তমান সরকারের একটি বড়স্বপ্ন বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ৪৬ তম ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন ।

অর্থ মন্ত্রী এসময় আরও বলেন আশা করছি এবার আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭.১৫ শতাংশে উন্নীত হবে, বাংলাদেশের ১৪ শতাংশ মানুষ এখনো গরিব,তাদের জন্য বর্তমান সরকার স্থায়ী কিছুটা করতে চায়,এখন কিছু সমস্যা হলো অনেকেই টাকা নিয়ে বসে আছেন,তারা টাকা সঠিক খাতে বিনিয়োগ করছেন না। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এ অবস্থার পরিবর্তন হবে। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার আহবান জানান।

অনুষ্ঠান শুরুর পরে ৪৬ তম ব্যাচের শিক্ষার্থীর শপথ ব্যাক্য পাঠ করান উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রবেশিকা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.মোহাম্মদ কায়কোবাদসহ আরো অনেকে।

এর আগে ৪৬ তর্ম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে প্রবেশিকা অনুষ্ঠানে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থ মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উচ্চ শিক্ষা ছাত্র বেতন ফি ৫ গুণ বৃদ্ধির প্রতিবাদে জহির রায়হান মিলনায়তনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এসময় বিক্ষোভ মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন।



মন্তব্য চালু নেই