এবার আইএসের হাতে নারী সাংবাদিক খুন

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস সম্পর্কে রিপোর্ট করায় সিরিয়ায় খুন হলেন এক নারী সাংবাদিক। মৃত সাংবাদিকের নাম রাকিয়া হাসান। নিসান ইব্রাহিম নামে পরিচিত ছিলেন তিনি। আইএসের আইন কানুন নিয়ে লেখালেখি করতেন তিনি। আইএস শাসন নিয়ে নিজের ফেসবুকে পেজে তিনি লিখতেন। সিরিয়ার রাকাতে বিমান হামলা হলে সেকথাও লিখতেন তিনি। সিরিয়ার নিউজ এজেন্সির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

শেষ মেসেজে ওই সাংবাদিক লিখেছিলেন, “আমি রাকায় আছি। আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তবে আইএস যদি আমাকে হত্যা করে তাহলে সেটা ঠিক আছে। কারণ ওদের শাসনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো।”

২১ জুলাই শেষবার হাসানের ফেসবুক পেজ আপডেট করা হয়। ২০ জুলাই হাসান ওয়াই ফাই ব্যান করার বিরুদ্ধে দাবি তুলে একটি পোস্ট করেন। ২ জানুয়ারি হাসানের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেয় জঙ্গিরা।

প্রায় ছয় মাস আগে নিখোঁজ হন এই নারী সাংবাদিক। এই নিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করলো আইএস। এই প্রথম কোনো নারী সাংবাদিককে হত্যা করা হলো।



মন্তব্য চালু নেই