এনটিভি ও আরটিভির সম্প্রচার সাময়িক বন্ধ

কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভির সম্প্রচার সাময়িক বন্ধ হয়ে গেছে।

শুক্রবার দুুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগে। ভবনটিতে আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর চ্যানেল দুটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।index

এর আগে চ্যানেল দুটিতে রেকর্ডেড অনুষ্ঠান সম্প্রচার চলছিল।

আরটিভির প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান টেলিফোনে জানান, অগ্নিকাণ্ডের পর পরই সব কর্মী ভবন থেকে বের হয়ে আসেন।

এ অবস্থায় সম্প্রচার চালু রাখার মতো কোনো ব্যবস্থাও করার সময় পাননি তারা। তবে অবস্থা বুঝে যত শিগগির সম্ভব সম্প্রচার কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে এনটিভির বার্তা সম্পাদক এস এম আকাশ রাইজিংবিডিকে জানান, আগুনের কারণে আমাদের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। এটি নিয়ন্ত্রণের পর আবার সম্প্রচার কার্যক্রম চালু হবে।

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালের ২৬ অক্টোবরের অগ্নিকাণ্ডে এই চ্যানেল দুটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।



মন্তব্য চালু নেই