এনজিও হওয়ার ফলে প্রত্যন্ত অঞ্চলের বেকার ও হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, এনজিও হওয়ার ফলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী উন্নয়ণ প্রতিষ্ঠানগুলোও আত্মকর্মসংস্থানসৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে দেশের মানুষের কল্যানে কাজ করছে। এ ধারা অব্যহৃত থাকলে দেশ অনেক এগিয়ে যাবে।

মঙ্গলবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এনজিও কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে চেয়অরম্যান এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রকল্পের কর্মকর্তা অর্নব চাকমার পরিচালনায় সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য স্নেহ কুমার চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর শিক্ষা কর্মকর্তা শ্যামল চাকমাসহ জেলার এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান বলেন, জাতীয় পর্যায়ের টেকনোলজির সাথে তাল মিলিয়ে আমাদের এখানকার বসবাসরত মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের উন্নয়নে যে কাজগুলো এনজিওরা করছে তা সমাজের বিত্তবানদের চোখেও পড়তে হবে। কারণ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বিত্তবানদেরও দরিদ্রদের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসতে হবে।

সভায় আশিকা মানবিক উন্নয়ণ কেন্দ্র ও স্পেস প্রজেক্টরের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রমগুলোর উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত এনজিও কর্মকর্তারা তাদের স্ব-স্ব প্রকল্পের কার্যক্রমগুলো তুলে ধরেন।



মন্তব্য চালু নেই