এটা পেনড্রাইভ নয় কম্পিউটার

হাতের মুঠোয় নিয়ে ঘোরা যায় এমন একটি পিসি স্টিক তৈরি করেছে লেনোভো। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত অন্যসব কম্পিউটারের মতই। এটিতে ডিসপ্লে ডিভাইস সংযোজন করে কম্পিউটারের সব সুবিধাই নেয়া যায়।

লেনোভোর এই স্টিকটিকে নাম দিয়েছে ‘আইডিয়া সেন্টার স্টিক’। এতে রয়েছে: ইন্টেলের অ্যাটম প্রসেসর, র‌্যাম ২ গিগাবাইট, অনবোর্ড স্টোরেজ ৩২ জিবি। স্টিকটি ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে।

এতে এইচডিএমআই পোর্ট, মাইক্রো ইউএসবি পোর্ট এবং এসডি কার্ড রিডার আছে। সঙ্গে আছে ছোট আকারের একটি স্পিকারও।

স্টিক কম্পিউটারটি উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত, উইন্ডোজ ১০ আপগ্রেড করে নেয়া যাবে।

জুলাই মাস থেকে এটি বাজারে পাওয়া যাবে। এটার দাম মাত্র ১৩০ ডলার বা বাংলাদেশি টাকায় ১০ হাজার ১১৮ টাকা।



মন্তব্য চালু নেই