এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি মোবাইল!

বর্তমানে বিশ্ব বাজারে অনেক ধরনের মোবাইল ফোনই রয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি কোনটা? মানে যে ফোনটার দাম কত হতে পারে সেই কল্পনাটাই কেউ করে উঠতে পারে না। তবে এরই মধ্যে খোঁজ পাওয়া গেল সেই ফোনটার। তাহলে এবার জেনে নেয়া যাক সেই ফোনটি সম্পর্কে।

‘ফ্যালকন সুপার নোভা পিঙ্ক ডায়মন্ড আইফোন৬’, হ্যাঁ এটাই হলো আজ পর্যন্ত এই পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল ফোন। নামটা বলে দিলাম কিন্তু দামটা এখনই বলছি না। দামটা জানতে পারবেন এই লেখাটার একদম শেষে। আগে জেনে নেয়া যাক ফোনটা দেখতে কেমন, আর তাতে কী কী রয়েছে-

এমনিতে সেরকমের সুবিদা পাওয়া যাবেনা এই ফোনেতে, তবে এতে রয়েছে ১৮ ক্যারেটের একটি হীরে। আর নামটা শুনেই তো বুঝেছেন যে হীরেটার রঙ পিঙ্ক। আবার নীলও হতে পারে। এছাড়া অ্যাপেলের ফোনে যা যা অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যাপার থাকে সেগুলোতো চূড়ান্ত মাত্রায় আছেই।

এবার দাম বলার পালা। দামটাও যে মারাত্মক তা নয়, চাইলেই কিনতে পারেন, তবে তার জন্য একটু বেশী টাকাই জমাতে হবে আপনাকে। দাম মাত্র ৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার।



মন্তব্য চালু নেই