‘এখনই রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা নয়’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে বেশ ভালো সম্পর্ক চান, কিন্তু দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনা এখনই নয়।

শুক্রবার যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছিলেন। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প এই প্রথমবার পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছেন।

শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়া সম্পর্কে ট্রাম্পের পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি। সামনে কী ঘটবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা সব দেশের সঙ্গেই চমৎকার সম্পর্ক চাই, যদিও সেটা সম্ভব হবে না, হয়তো অনেক দেশের সঙ্গেই সেটা শেষ পর্যন্ত সম্ভব হবে না।’

ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রয়েছে, রাশিয়া, চীন এবং অন্য দেশগুলোর সঙ্গেও যদি তেমন সম্পর্ক হয়, তা খুবই ভালো হবে।’



মন্তব্য চালু নেই