এক সেমিস্টার অনুপস্থিত হলেই ছাত্রত্ব বাতিল হবে নর্থ সাউথে

বেসরকারি নর্থ-সাউথ ইউনিভার্সিটির কোনও শিক্ষার্থী এক সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ এ বিষয়ে নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি আমেরিকান কারিকুলাম অনুযায়ী চলে। ফলে কোনও শিক্ষার্থী পর পর দুই সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করা হতো। কিন্তু আজ এক বৈঠকে দুই সেমিস্টার থেকে নামিয়ে এক সেমিস্টারে আনা হয়েছে।

তিনি আরও জানান, কোনও ছাত্র-ছাত্রী এক সেমিস্টারও অনুপস্থিত থাকতে পারবেন না। তাদের নিয়মিত হতে হবে।

এদিকে, সম্প্রতি জঙ্গিকাণ্ডে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর নাম আসার পর বিশ্ববিদ্যালয়টি সমালোচনায় পড়েছে। সমালোচনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বৈঠকে থাকা একাধিক সূত্র।

অন্যদিকে, রবিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী শিক্ষা দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই