‘এক সপ্তাহে নাশকতাকারীদের ঠান্ডা করা হবে’

অবরোধের নামে যারা গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে নাশকতাকারীদের ঠান্ডা করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক কমান্ড আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মোজাম্মেল হক এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেরেছি, প্রথম টার্গেট হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে নাশকতাকারীরা। প্রধানমন্ত্রীকে হত্যা করে যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে জামায়াত, জঙ্গি সংগঠনের সদস্যরা। তবে এ ধরনের নাশকতাকারীদের মোকাবিলা করতে সরকার প্রস্তুত রয়েছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান প্রমুখ।



মন্তব্য চালু নেই