এক বছরের ‘বিস্ময়’ বালকের প্রিয় খেলার সঙ্গী বিষধর সাপ!

সাপের ভয় যদি আপনার থেকে থাকে, তবে একটু শক্ত হয়ে বসুন৷ আর না থাকলে অপেক্ষা করুন চমকের জন্য৷ এক বছরের এক বিস্ময় বালক কাণ্ড দেখলে আপনিও চমকে উঠবেন৷ রথী-মহারথীদের মাত করে গোটা বিশ্ব এখন হতাবাক হয়ে উপভোগ করছে এই ‘বিস্ময় বালকের’ কৃত্তি৷

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা জেনসন হ্যারিস৷ তার বয়স মাত্র এক বছর৷ এখনও কথাও বলতে শেখেনি জনসন৷ টলোমলো পায়ে কিছু দিন হয়েছে সে হাঁটতে শিখেছে৷ ইতোমধ্যেই পছন্দের খেলার সঙ্গীও পেয়ে গিয়েছে জনসন৷ তবে জেনসনের প্রিয় খেলনার বস্তুটি হল একটি সাপ। আর সেই বিষধর সাপ নিয়ে খেলা করাটাই তার অভ্যাস হয়ে গিয়েছে৷

শুধু সাপের সঙ্গে খেলা করাই নয়, সাপকে জড়িয়ে ছবি তোলার ক্ষেত্রেও বেশ পটু এক বছরের জনসন৷ বিষাক্ত সাপের মাথায় চুম্বন দেওয়া থেকে শুরু করে বাগান থেকে সাপ ধরে এনে বাবাকে উপহার দেওটাই জেনসনের এখন প্রতিদিনের কার্যকলাপ৷ খুব সহজেই বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ধরার কায়দা রপ্ত করে ফেলেছে সে৷ কোনও উপকরণ ছাড়াই খালি হাতে এক মুহূর্তেই সাপকে কাবু করার কৌশল জেনে গেছে এক বছরের জনসন৷

ইতোমধ্যেই গোটা বিশ্বের কনিষ্ঠতম সাপ ধরাতে ওস্তাদ হয়ে উঠেছে সে৷ খুদে জেনসনের দৈনন্দিন ক্রিয়াকলাপের এমন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে৷ ‘বিস্ময়’ বালকের ভাইরাল ভিডিও এখন বেশ আনন্দ নিয়েই উপভোগ করছে সমগ্র বিশ্বের জনতা৷



মন্তব্য চালু নেই