এক বছরের প্রতিদিন সেলফিঃ চীন থেকে জার্মানী হেঁটে যাওয়ার এক অবিশ্বাস্য ঘটনা ( ভিডিও )

মানুষ নিজেকে স্মরনীয় রাখার জন্য কত কি করে। কেউ কেউ ভয়ংকর হাঙ্গরের সঙ্গে সমুদ্রে সাঁতার কাটে, কেউ সাপ নিয়ে ঘুমায়। কিন্তু চীন থেকে জার্মানী হেঁটে যাওয়া? বন-জংগল, পাহাড়, মরু সব পেরিয়ে একাকী হেঁটে যাওয়ার এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন ক্রিস্টোফ রিহ্যাজ। তিনি ২০০৭ সালের নভেম্বর মাসে চীন থেকে হাঁটা শুরু করেন এবং ২০০৮ সালের নভেম্বর মাসে পৌঁছান জার্মানী। খসড়া হিসাবে যেটা ৪৫০০ কিলোমিটারেরও বেশী।

যাত্রাপথে তিনি কোনরকমন শেভ করেননি। চুল, দাঁড়ি বড় হয়েছে। প্রতিদিন তিনি সেলফি তুলেছিলেন সেই এক বছরে। দেরী না করে দেখে নিন তার সেই ভিডিও

3

1 2 4



মন্তব্য চালু নেই