এক পয়েন্টের আশায় নেই মাশরাফি

ঝড়ের জন্য আগামীকাল যদি খেলা না হয়, কার লাভ?বুঝতে পন্ডিত হতে হয় না যে, বাংলাদেশেরই লাভ। খুব বিরল কিছু না ঘটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশের পক্ষে তিন পয়েন্ট নেওয়াটা প্রায় অসম্ভব। সেখানে না খেলে একটা পয়েন্ট পাওয়াটা খারাপ কী!

আজ সকালে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রশ্নটা শুনে একটু চটেই উঠলেন। পরিষ্কার বলে দিলেন, এরকম দানে পাওয়া এক পয়েন্টের জন্য তারা বিশ্বকাপে আসেননি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘আমরা ওই এক পয়েন্টের দিকে তাকিয়ে নেই। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চাই। জয়-পরাজয় তো থাকবেই। কিন্তু গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা লড়াই করার সুযোগ তো রোজ আসবে না। এখানে ভালো একটা পারফরম্যান্স করতে পারলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু পাওয়াও সম্ভব। ফলে খেলা না হলে আমরা অবশ্যই হতাশ হবো। হয়তো একটা পয়েন্ট পাবো; কিন্তু সে পয়েন্টের দাম কী!’

মাশরাফি বরং খুবই হতাশ, আজকে নির্ধারিত অনুশীলনটা করতে না পেরে। তাদের নিরুপায় হয়ে ইনডোরে একটু নেট অনুশীলন করেই সময় কাটাতে হয়েছে, ‘খুবই হতাশাজনক। কারণ, আমরা সেভাবে অনুশীলনই করতে পারলাম না। এই ম্যাচটা তো খুবই বড় ম্যাচ। এর আগে অনুশীলন দরকার ছিল। আমরা জানি না, ম্যাচে খেলাটা কেমন হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, কিছুই অনুমান করা যাচ্ছে না। কতো ওভার খেলা হবে, তাও বুঝতে পারছি না। ফলে হতাশাজনক তো বটেই।’

এই ঝড়-বৃষ্টি মিলিয়ে কেমন বিপাকে পড়েছেন, তারা সেটা নিজেই বলছিলেন, ‘এটা এখন তো বলা কঠিন। তবে আজকের দিনে ২০ ওভারের ম্যাচেও অস্ট্রেলিয়া সবার থেকে ভালো। আপনি এখন আর বলতে পারেন না যে, ২০ ওভারের ম্যাচে তারা ততো শক্ত দল নয়। সবচেয়ে বড় কথা হল, আমরা তো জানি না যে, কতো ওভারে খেলা হবে। ফলে দলও নির্বাচন করতে পারছি না। এটা অবশ্যই খুব কঠিন পরিস্থিতি।



মন্তব্য চালু নেই