এক ঝলকে দেখে নেওয়া যাক প্লাস সাইজ মডেল রবিন লওলির স্পোর্টস ম্যাগাজিনের জন্য তোলা ছবি

স্পোর্টস ইলাস্ট্রেশনের কভার গার্ল প্রথম প্লাস সাইজ মডেল রবিন লওলি

তিনি জানিয়েছেন, এই সুযোগ তাঁর জীবনে নতুন মাত্রা যোগ করেছে

এই মূহুর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন বিকিনি গার্ল। তবে, যখন তিনি এই জগতে প্রবেশ করেছেন, তখন পরিস্থিতি এরকম ছিল না বলে জানিয়েছেন রবিন। বহু জায়গায় প্রত্যাখ্যাত হতে হয়েছে তাঁকে।

শুধুমাত্র একজন মডেল হিসেবে নয়, একজন প্লালস ওয়ান মডেল হিসেবেই তাঁকে বেছে নিয়েছেন ওই স্পোর্টস পত্রিকার এডিটর।

শূন্য সাইজ থেকে বেরিয়ে এসে এই ধরণের মডেল নির্বাচন এক ঐতিহাসিক পদক্ষেপ

একজন মডেল হিসেবে রবিন জানিয়েছেন, তিনি সমস্ত মহিলাদের বলেন, যাঁর যেমন শারীরিক গঠন, তাঁর সেটাকেই মেনে নেওয়া উচিত

রবিন ছাড়াও আরও এক প্লাস সাইজ মডেল টেস মুনস্টেরও তাঁর ম্যাক্সিমাম সাইজের জন্য উঠে এসেছেন লাইমলাইটে

২০১২ তে মডেলিংয়ের জগতে আসেন প্রাক্তন প্লাস সাইজ মডেল ক্রিস্টাল রেন

প্লাস সাইজ মডেলদের যে ম্যাগাজিনের কভার গার্ল করা যায়, তা চেনা ছকের বাইরে এসেও প্রমান করে দিল স্পোর্টস ম্যাগাজিন

কেরিয়ারের এখন মধ্যগগনে রবিন। এখনও অনেক পথ চলতে হবে তাঁকে।



মন্তব্য চালু নেই