এক ছবির জন্য নায়িকাকেই দিতে হবে ১৫৬ কোটি টাকা!

বলিউড কি হলিউড সব জায়গাতেই পুরনো একটা অভিযোগ আজো আছে। আর সেটি হলো পুরুষ অভিনেতাদের তুলনায় নারী অভিনেত্রীরা পারিশ্রমিক কম পেয়ে থাকেন। তবে এবার ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলো হলিউড। সম্প্রতি সেখানে মাত্র একটি ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে নায়িকা জেনিফার লরেন্সকে দিতে হবে দুই কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৬ কোটি টাকা।

নতুন ছবি প্যাসেঞ্জার-এ কাজ করছেন হলিউডের এক নম্বর এই অভিনেত্রী। গত বছর আয়ের দিক দিয়েও অভিনেত্রীদের মধ্যে শীর্ষে ছিলেন। কিন্তু আয়ের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট হয়ে গেছে, লিঙ্গবৈষম্য চলে হলিউডেও। অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা অনেক বেশি আয় করেন। তাঁদের পারিশ্রমিকও বেশি।

তখন থেকেই সমতার অধিকারের প্রশ্নে সোচ্চার লরেন্স ঠিক করেছেন, ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা যত পারিশ্রমিক পাবেন, তাঁর চরিত্র সমান মাপের হলে সমান টাকা দিতে হবে তাঁকেও। প্যাসেঞ্জার-এর প্রযোজক যদি তা না দেন, ছবিতে কাজই করবেন না তিনি।



মন্তব্য চালু নেই