‘এক কোপেই মৃত্যু হয় পাবনার সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জনের’

পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির বলেছেন, দুর্বৃত্তের একটি কোপেই নিহত হন পাবনার হেমায়েতপুরের শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে (৬২)।

হত্যার বিষয়ে জানতে চাইলে আজ শুক্রবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন এসপি।

ভোরে প্রাতঃভ্রমণে বের হয়ে দুর্বৃত্তদের কোপে নিহত হন নিত্যরঞ্জন। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকায়। তিনি ৪০ বছর ধরে হেমায়েতপুরের সৎসঙ্গ সেবাশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।

নিত্যরঞ্জনের মৃত্যুর বিষয়ে পাবনার এসপি বলেন, ‘নিহত নিত্যরঞ্জন পাণ্ডে, বয়স আনুমানিক ৬০/৬২। উনি ডায়াবেটিসে আক্রান্ত। এ জন্য তিনি রেগুলার (নিয়মিত) হাঁটাচলা করতেন।’

‘৫টা থেকে সোয়া ৫টার মধ্যে এ ঘটনাটা ঘটেছে বলে আমাদের অনুমান এবং কারা ঘটিয়েছে, এখন পর্যন্ত আমরা এটা নির্ণয় করতে পারি নাই। এটা তদন্তসাপেক্ষ ব্যাপার।’

আলমগীর কবির আরো বলেন, ‘একটি কোপেই তাঁর (নিত্যরঞ্জন) মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

‘যেইভাবে ঘটনা ঘটছে, আমরা তার যোগসূত্র এখনো বলতে পারছি না। তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে যে, কারা ঘটনা ঘটিয়েছে।’



মন্তব্য চালু নেই