এক কাপ চায়ের দাম ২৫ হাজার টাকা!

চা পান করতে সবাই পছন্দ করে। চা পানে শরীর সতেজ থাকে। রাস্তায় চা পানে কাপপ্রতি হয়তো ৫-৭ টাকায় হয়ে যায়। আবার কোনো ক্যাফেতে ৪০-৫০ টাকাও লাগতে পারে। তবে খুব ভালো রেস্তোরাঁয় খুব বেশি জোর ৩০০ টাকা হলেও হতে পারে।

তার বেশি নয় নিশ্চয়ই, কিন্তু এক ব্যক্তিকে চায়ের জন্য গুনতে হলো একেবারে ২৫ হাজার টাকা। তাও আবার নিজের স্ত্রীর হাতে তৈরি চা। মহীশুরের এক ব্যক্তি বান্নেগোয়াডার সঙ্গে এমনটাই ঘটল। কোনো এক দরকারে তিনি ২৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে এনেছিলেন।

চোর যাতে চুরি করতে না পারে তার জন্য রান্নাঘরে গিয়ে উনুনের তলায় লুকিয়ে রাখেন ওই ব্যক্তি। কারণ তার মনে হয়েছিল আলমারিতে রাখলে সেটা ভেঙে টাকা চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই চা এনে দেন স্ত্রী।

অভ্যাস মত চা খেতে খেতে গল্প করছিলেন দুজনে। সেই সময় স্ত্রী জানালেন বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। জানালেন যে, উনুনে জ্বালানি জ্বেলেই চা-টা বানিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে একছুটে রান্নাঘরে প্রবেশ করলেন ওই ব্যক্তি। পুড়ে যাওয়ার নোটের টুকরো ছাড়া আর কিছুই পাওয়া পেলেন না তিনি।



মন্তব্য চালু নেই