এক কবুতরের দাম ৬০ লাখ!

শিরোনাম দেখে অবাস্তব মনে হলেও ঘটনাটা কিন্তু সত্য। কুয়েতে একটি কবুতর বিক্রয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা! ‘গোলাবি’ কবুতরটি বিক্রি হয়েছে প্রায় দুই লাখ ৮১ হাজার দিরহামে। বাংলাদেশী টাকায় যা ৫৯ লাখ ৮০ হাজার।

ঝোঁকের মাঝে কেউ কবুতরটিকে এতো দাম দেয়নি। এর রয়েছে বিশেষ গুণ। সে চমৎকার অ্যাক্রোব্যাটিক পারফর্ম করে। তাই ডাক-ঢোল পিটিয়ে তাকে বিক্রি করা হয়েছে। নিলামে উঠানোর পরেই একের পর এক হাক ছেড়েছেন ক্রেতারা। সেই নিলামের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

তবে অনেকে এর ঘটনার কড়া সমালোচনাও করেছেন। একজন বলেছেন, একটি কবুতরের দাম এত কিভাবে হয়? যদি এই কবুতরের স্বর্ণের পাখা হত, তাহলেও না হয় মানতাম।



মন্তব্য চালু নেই