একসাথে ৩ জোড়া জমজ শিশুর জন্ম মাত্র ৭ঘন্টায়!

মাঝে মাঝে হঠাৎ-ই ঘটে যায় এমন কিছু ঘটনা যা বিশ্ববাসীকে বিস্মিত না করে পারে না। জুলাই ২৩, ২০১৫ (সকাল ৭:৩০ থেকে দুপুর ২:৩৯) মাত্র ৭ঘন্টার মধ্যে মন্টানার ডিয়াকনেস হসপিটাল অফ বযেম্যান হাসপাতালে ঘটে গেলো এক সত্যিকারের অবিশ্বাস্য ঘটনা।

সেদিন দিন ঐ সময়ের মধ্যে তিন জোরা ভ্রাতৃপ্রতিম (প্রতি জোড়ায় একটা ছেলে ও একটা মেয়ে) জমজ শিশুর জন্ম হয়েছে। সেদিন এই তিন যুগল শিশু হাসপাতালটির জন্য এক নতুন ইতিহাসের শুভসূচনা করেছে।

এই তিন জোরা টুইনস ছাড়াও ঐদিন একই হাসপাতালে আরও ৫টি শিশুর জন্ম হয়। এই মাসে হাসপাতালটিতে মোট ১১০ জন শিশু জন্ম নেয় ও এই বছরে ৬৯০টি শিশু। কিন্তু বোঝাই যাচ্ছে টুইনস শিশু জন্মের দিনটি অন্যসব দিনের মতো ছিলো না।

এই ব্যস্ত দিনে হাসপাতালে পাঁচ জন ধাত্রী বিশেষজ্ঞ ও ২১ জন নার্স উপস্থিত ছিল। টুইনসদের জন্মের সাথে সাথে হাসপাতাল জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এবং খুব দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা গণমাধ্যম কর্মীদের নজরে চলে আসে। সত্যিই এই সময়ে এমন একটি ঘটনা মানুষকে বিস্ময় না করে পারে না। সূত্র: লোলওয়াট।



মন্তব্য চালু নেই