একনেকে ৮২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

৮শ ২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্প তিনটি হলো- সিদ্দিরগঞ্জ-মানিকনগর ২৩০ কেভি সঞ্চালন লাইন। এ প্রকল্প বাস্তবায়ন করতে মোট ব্যয় হবে ৩শ কোটি ৫১ লক্ষ টাকা। কৃষি জমি অপচয়রোধ এবং জৈব সারের ব্যবহার বৃদ্ধির লক্ষে সমবায় ভিত্তিক বহুতল ভবন ‘পল্লী জনপদ’ নির্মাণ সংক্রান্ত প্রকল্প। এ বাস্তবায়নে ব্যয় হবে ৪শ ২৪ কোটি ৩৪ লক্ষ টাকা। সম্প্রসারিত তুলা চাষ (ফেজ-১) প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়ন করতে ব্যয় হবে ১শ ৫ কোটি টাকা।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, একনেক সভায় তিনটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ৮শ ২৯ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৫শ ২০ কোটি টাকা, সংস্থা থেকে দেবে ৮৭ কোটি টাকা এবং প্রকল্প থেকে সাহায্য আসবে ২শ ২২ কোটি টাকা।



মন্তব্য চালু নেই