একদিন পেছালো ভারত-বাংলাদেশ টেস্ট

ভারতের সঙ্গে একমাত্র টেস্ট একদিন পিছিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্ধারিত ৮ ফেব্রুয়ারিতে টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখন শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ভারত সফরে এই একটি মাত্র টেস্টই খেলবে বাংলাদেশ।

এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড এর এক কর্তা জানিয়েছেন বেশি দর্শক পেতেই এমনটি করেছে বিসিসিআই, ‘৮ ফেব্রুয়ারি মানে বুধবার শুরু হওয়ার কথা ছিল এই টেস্ট। কিন্তু আমরা বেশি দর্শক পেতে সেটি বৃহস্পতিবার করতে চাচ্ছি।’

নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দেশে পৌঁছাবে ২৬ জানুয়ারি। বিরতির পর ফেব্রুয়ারির ১ তারিখ ভারতে পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ ফেব্রুয়ারি থেকে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারতীয় এ দল।

এর আগে বাংলাদেশ ভারত সফর করেছিল ১৯৯০, ১৯৯৮, ২০০৬ ও ২০১৬ সালে। যদিও সেখানে কোনও দ্বিপাক্ষিক সিরিজ বা টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। তাই এটাই বাংলাদেশের প্রথম টেস্ট। তবে সম্প্রতি অর্থ সংকট নিয়ে টেস্ট খেলাটির আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক এই ঘোষণার পর টেস্ট নিয়ে কোনও সংশয় থাকলো না।



মন্তব্য চালু নেই