একটি মাত্র পাতা দূর করে দেবে ত্বকের বলিরেখা এবং কালো দাগ

ত্বকের বলিরেখা বা কালো দাগ নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। একটি ছোট দাগ ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অপরদিকে বয়স বৃদ্ধি পাবার সাথে সাথে ত্বকে বলিরেখা দেখা দিয়ে থাকে। চোখের চারপাশ, গাল অথবা কপালে দেখা দিয়ে থাকে বলিরেখা। সাধারণত বয়স ৩০ এর পর ত্বকে বলিরেখা দেখা দেয়া শুরু হয়। তবে অতিরিক্ত কসমেটিক্সসের ব্যবহার, স্কিন ট্রিটমেণ্টের কারণে বয়সে আগেই অনেকের ত্বকে বলিরেখা পড়ে থাকে।

ত্বকের বলিরেখা এবং কালো দাগ দূর করে দিবে একটিমাত্র পাতা! ভাবছেন কীভাবে? আসুন তাহলে জেনে নিই কিভাবে পেয়ারা পাতা দূর করবে ত্বকের কালো দাগ এবং বলিরেখা।

যেভাবে তৈরি করবেন
১। একটি পাত্রে কিছু পেয়ার পাতা গুঁড়ো করে পানিতে দিয়ে ফুটতে দিন।
২। পানি বাদামী রং ধারণ করার আগ পর্যন্ত ফুটিয়ে নিন।
৩। পানি বাদামী রং ধারণ করলে চুলা নিভিয়ে ফেলুন। ঠান্ডা হতে দিন।
৪। একটি তুলোর বল পানিতে ভিজিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে ফেলুন।
৫। ১৫-২০ মিনিট এটি লাগিয়ে অপেক্ষা করুন।
৬। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৭। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

কার্যকারণ
পেয়ারা পাতায় প্রাকৃতিক টোনিং উপাদান রয়েছে যা ত্বকের কালো দাগ এবং ছোপ ছোপ দাগ কার্যকরভাবে দূর করে থাকে। এর অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের ব্যাকটেরিয়া দূর করে থাকে।
ত্বকে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ কমে গেলে বলিরেখা দেখা দিয়ে থাকে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বলিরেখা দূর করে থাকে।
সতর্কতা:
এটি ব্যবহারের পর ত্বকে জ্বালাপোড়া দেখা দিলে, সাথে সাথে এটি ব্যবহার করা বন্ধ করুন।



মন্তব্য চালু নেই