একটি টাই আপনার ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে

অফিসের ফরমাল মিটিং থেকে সন্ধ্যেবেলার পার্টি, একটি টাই পুরুষের ফ্যাশনে বাড়তি মাত্রা যোগ করে। কিন্তু উপযুক্ত টাই বেছে নেওয়া জরুরি। পোশাকের সঙ্গে মানানসই রং ও টেক্সচারওয়ালা টাই পরলে শুধুমাত্র সুন্দর দেখাবে না, সঙ্গে সাধুবাদও মিলবে। কাল বিশেষে, মানে জামাকাপড় থেকে জুতোর কালেকশন মতো রাখুন টাইও।

গ্রীষ্মকালের জন্য: গরমের কথা মাথায় রেখে এই সময় লিনেন এবং সুতির টাই বেছে নিন।

শীতকালের জন্য: ঠান্ডার দিনগুলিতে উল, ভেলভেটজাতীয় গরম মেটিরিয়ালের টাই বেছে নিতে পারেন।

ফ্যাব্রিক: সিল্ক, পলিয়েস্টার, উল, সুতি, লিনেন ও রেয়নের টাই ব্যবহার করতে পারেন।

প্যাটার্ন: ক্যাজুয়াল আউটিংয়ের জন্য পরতে পারেন প্রিন্টেড টাই। হালকা মেজাজের জন্য কার্টুন প্রিন্ট, অ্যানিমেল প্রিন্ট, ফ্লোরাল প্রিন্টের টাই পরুন।

সাইজ়: টাই পরার আগে তার সাইজ় দেখে নিন। অনেকেই এখানে ভুল করে থাকেন। অত্যাধিক বড় সাইজ় একেবারেই মানায় না।

ক্লাসিক কালার: টাই কী রঙের হবে। মানানসই না হলে তা বিচ্ছিরি ব্যাপার। তাই সঙ্গে রাখুন কালো, নীল, সবুজ, লাল ও সোনালি রঙের টাই।

প্যাটার্ন: স্ট্রাইপ, ডট, প্লেইড, ক্লাব, ফ্লোয়ার্ড, পেইসলে প্যার্টানের টাই বেছে নিতে পারেন।

অফিসের জন্য: অফিসের জন্য কোন টাই মানানসই তা অনেকে বুঝতেই পারেন না। অফিসের জন্য পিনস্ট্রিপস, পিন ডট ও ঘন প্রিন্টের টাই পরতে পারেন।



মন্তব্য চালু নেই