একই মঞ্চে বিল ক্লিনটন এবং প্রিয়াঙ্কা

বলিউডের যে কয়েকজন তারকা পশ্চিমা দেশগুলোতে পরিচিতি লাভ করেছেন তাদের একজন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে বিখ্যাত সংগীত শিল্পী পিটবুলের সঙ্গে গান করেছেন। এবার গড়লেন নতুন এক কীর্তি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে একই মঞ্চে ভাষণ দিলেন বলিউডের এ তারকা।

সম্প্রতি আমেরিকার বোস্টনে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড লিডার্স এডুকেশন ফাস্ট ক্যাম্পেইন’ এর ৫০ তম বার্ষিক আলোচনা সভা। আর এ সভার বিশ্বের নামি-দামী নেতাদের পাশাপাশি আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। এ অনুষ্ঠানে অন্যান্য বিশ্বনেতাদের পাশাপাশি ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ইউকে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। নারী শিক্ষার প্রতি গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রিয়াঙ্কাকে এ সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

এ অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, ‘নারী শিক্ষার প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে একটি আর্টিকেল প্রকাশ পেলে ব্যাপারটি এই প্রোগ্রামের কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে। তারপর তারা প্রিয়াঙ্কাকে সেখানে আমন্ত্রণ জানান।’

তিনি আরও বলেন, ‘তিনি অনেক বছর ধরেই ব্যাপারটি নিয়ে কাজ করছেন। এবং সভায় এ ব্যাপারে তার মূল চিন্তাগুলো তুলে ধরেছেন। তার বক্তব্য শেষে সবাই দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন।’

এ সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, ‘একই মঞ্চে দাঁড়িয়ে কীর্তিমান ব্যক্তিদের সঙ্গে আমার বক্তব্য প্রদান করতে পেড়ে আমি গর্বিত। তারা সবাই আমার মতো বিষয়টি (নারী শিক্ষা) নিয়ে চিন্তা করে জেনে আমি খুব খুশি।’



মন্তব্য চালু নেই