এএসআই হত্যা: গ্রেপ্তার মাসুদ সাত দিনের রিমান্ডে

রাজধানীর গাবতলীতে দারুসসালাম থানার এএসআইই ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় গ্রেপ্তার মাসুদ রানার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুরে মাসুদকে আদালতে হাজির করেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক সেলিম হোসেন। শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন টিপু সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি অ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান জানান, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যাপারটি তদন্ত করছি। মূল খুনিকে শনাক্ত করা হয়েছে। আটক মাসুদ রানার কাছ থেকে নাম-পরিচয়সহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখন আর কিছু বলা যাচ্ছে না।’

বৃহস্পতিবার রাতের গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।



মন্তব্য চালু নেই