এই প্রথম কোনো শরণার্থী নারী হলেন ‘ওয়াইন সম্রাজ্ঞী’

সিরিয়ার একজন শরণার্থী নারী জার্মানির ওয়াইন তৈরির প্রধান একটি এলাকার রানীর মুকুট জয় করেছেন। তিনি প্রথম কোনো আশ্রয়প্রার্থী ব্যক্তি যিনি এই সম্মান অর্জন করলেন।

ছাব্বিশ বছর বয়সী শিক্ষার্থী নিনোর্তা বাহনো সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর জার্মানিতে পালিয়ে আসেন। মুকুট জয়ের পর তিনি জানান, তার প্রত্যাশা, এই পুরস্কার একতাবদ্ধ হতে আরো উৎসাহিত করবে।

মিস বাহনো আগামি বছরটিতে বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে ট্রিভযের ওয়াইন উৎপাদনকারীদের তুলে ধরবেন। ১৯৩০ সাল থেকে জার্মানিতে ওয়াইন কুইন বা ওয়াইন সম্রাজ্ঞী নির্বাচনের রীতি প্রচলিত।

দেশটির ১৩টি ওয়াইন উৎপাদনকারী রাজ্য থেকে যারা কুইন নির্বাচিত হন তারা প্রতিবছর সেপ্টেম্বর মাসে জার্মানির ওয়াইন কুইন প্রতিযোগীতায় অংশ নেন।



মন্তব্য চালু নেই