৯ ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি শারীরক অক্ষমতা

এইচএসসি পরীক্ষাঃ এবারও দৃষ্টি প্রতিবন্ধীরা রেখেছে কৃতিত্বের স্বাক্ষর

ইচ্ছা তাকলে উপাই হয় কথা সত্য। সৃষ্টিকর্তা তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন। তবুও থেকে থাকেনি তাদের প্রতিভা। রুক্ষতে পারে নি তাদের না দেখা। আর শারীরক অক্ষমতা। তেমনি নয়জন প্রতিবন্ধী এবার এইচএসসি পরিক্ষা দিয়েছেন।

এর মধ্যে, ৭জন দৃষ্টি প্রতিবন্ধী এবং ২জন শারীরক প্রতিবন্ধী এ পরিক্ষায় অংশ গ্রহণ করেন।

দৃষ্টি প্রতিবন্ধীরা হলেন, সিবনাথ কুমার সরকার, আজিজুল হক, সাখাওয়াত হোসেন, দুরুল হুদা, নুরুল ইসলাম, মোর্বরক হোসেন, ওয়াসিম আকরাম। আর এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী দুই জন হলেন, আজিজুল হাকিম, আরিফুল ইসলাম

রাজশাহী বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সবাই।

এদের মধ্যে একমাত্র আজিজুল হাকিম জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে শহিদ বুলবুল গভ : সরকারী কলেজ পাবনা থেকে পরীক্ষায় অংশ নেয়। শারীরিক প্রতিবন্ধী এই পরীক্ষার্থীর লিখার জন্য অতিরিক্ত ২০ মিনিট বেশি পরিক্ষা সময় দেয়া হয়।

এর মধ্যে জিপিএ ৪ থেকে বেশি পেয়েছেন ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী। এরা হলেন, মোর্বরক হোসেন, দুরুল হুদা শহিদ বুলবুল গভ: সরকারী কলেজ শিক্ষার্থী এবং আজিজুল হক পাবনা কলেজ পাবনার শিক্ষার্থী।



মন্তব্য চালু নেই