উর্দু লেখা দেখেই ভারতে কবুতর আটক!

কাশ্মিরের উরিতে সৈন্য নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

এই উত্তেজনা এমন পর্যায়ে গেছে যে, বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষে ‘গুপ্তচরবৃত্তি’ করছে এমন অভিযোগে একটি সাদা কবুতরকে আটক করেছে ভারতের পুলিশ।

শুক্রবার দেশটির পাঞ্জাবের হরিশপুর জেলা পুলিশ জানিয়েছে, তাদের ধারণা, সাদা রঙের কবুতরটি পাকিস্তান থেকে এসেছে। তার শরীরে উর্দুতে কিছু শব্দ লেখা রয়েছে।

এরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে কবুতরটিকে তারা আটক করেছে।

পুলিশ আরও জানায়, হরিশপুর জেলার পাঠানকোটের সেনা নিয়ন্ত্রিত মটলা গ্রামের নরেশ কুমার বৃহস্পতিবার তার বাড়িতে রোগা ধরনের কবুতরটি দেখতে পান।

এরপর সেটিকে ধরে তার শরীরে কিছু উর্দু লেখা দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে নরেশ কুমার কবুতরটিকে থানায় নিয়ে যান। পুলিশও সেটিকে আটক করে লকাপে ভরে।

পরে পুলিশ কবুতরটির এক্স-রে করে। তবে সেখানে সন্দেহজনক কিছু ধরা পড়েনি।কবুতরের শরীরে লেখা উর্দু

গত বছরের মে মাসে একই ধরনের ঘটনায় ভারতীয় পুলিশ একটি কবুতরকে আটক করেছিল।

সেবার চণ্ডিগড়ের পুলিশ জানিয়েছিল, সাদা কবুতরটির শরীরে উর্দু লেখা ও সিল ছিল। তারও এক্স-রে করা হয়েছিল।

তবে এবারের মতোই পাকিস্তান ও ভারতের মধ্যকার কোনো গুপ্তচরবৃত্তির আলামত তাতে মিলেছিল না।



মন্তব্য চালু নেই