উন্নত জাতের বীজ সংরক্ষণের উদ্যোগ রাজবাড়ীতে কৃষকদের মধ্যে পাত্র বিতরণ

রাজবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক ভিত্তিতেউন্নতমানের ডাল,তেল ও পিয়াজ বীজ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।

চাষী পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও পিয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ বীজ সংরক্ষণ পাত্র ড্রাম বিতরণ করা হয়। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নিবাস দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক নিরুত্তম সরকার,গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার ও উপসহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকারবক্তৃতা করেন। অনুষ্ঠানে আদর্শ কৃষক-কৃষাণীর মধ্যে এ বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই