উদীচীর উদ্যোগে জবিতে পালিত হল সাকরাইন উৎসব

সুস্থ ও প্রগতিশীল ধারার সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে পৌষ সংক্রান্তি (সাকরাইন) উৎসব পালিত হয়েছে।

পৌষ সংক্রান্তি(সাকরাইন) ঘুড়ি ওড়ানোর এ উৎসবটি পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি প্রতিবছর পৌষ মাসের শেষ দিনে এই উৎসবটি আয়োজন করা হয়।

জবিতে বৃহস্পতিবার দিনব্যাপী কলা ভবনের ছাদে পৌষ সংক্রান্তি(সাকরাইন) ঘুড়ি উড়ানোর এ উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া ফানুস উড্ডয়ন, দিনব্যাপী বাঙ্গালীয়ানা গান সহ সন্ধ্যায় আতশবাজি ফোটনোর আয়োজন করা হয়।

এ উৎসব বিষয়ে জবি উদীচী সংসদের সভাপতি হেদায়াত উল্লাহ খান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী এ উৎসব চার শতাধিক বছর ধরে পালিত হয়ে আসছে। কিন্তু আজ কালের বির্বতনে এটি হারিয়ে যেতে বসেছে। আর এ ঐতিহ্যকে ধরে রাখতেই জবিতে প্রথমবারের মত সাকরাইন উৎসবের আয়োজন করেছে জবি উদীচী সংসদ। আমরা প্রতি বছরই এই উৎসবটি আয়োজন করতে চাই।



মন্তব্য চালু নেই