উজবেকিস্তানে রাজবন্দিদের চূড়ান্ত অবমাননা

জাতিসংঘ নিয়ন্ত্রনাধীন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ জানিয়েছে উজবেকিস্তানে আটক রাজবন্দিদের সঙ্গে কারাকর্তৃপক্ষের আচরণ শোচনীয়। তাদের ওপর খারাপভাবে নির্যাতনের চিত্র উঠে এসেছে সংগঠনটির তদন্তে।

সংগঠনটির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, সে দেশের সরকার তাদের অসহিষ্ণু নীতির ওপর ভর করে সমালোচক সাংবাদিক, রাজনীতিক ও বুদ্ধিজীবীদের দশকাধিকাল ধরে কারাগারে আটক রেখেছে এবং তাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছে।

হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদনের প্রেক্ষিতে উজবেক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, দেশটিতে এ মুহূর্তে কারাগারে অবস্থানরদের একজনও রাজনৈতিক বন্দি নন। যদিও সংস্থাটির পরিচালিত তদন্তে ৪৪ ভুক্তভোগীর মধ্যে ৩৪ জন সর্বশেষ ও ১০ জন পুরনো রাজবন্দি বলে বেরিয়ে এসেছে। তারা যে রাজবন্দি এবং বিচার চলাকালীনই তাদের ওপর অবৈধভাবে ‘শাস্তি’ প্রয়োগ করা হয়েছে এ ব্যাপরে সংস্থাটির কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে।

সংস্থাটির তদন্তে ‍বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বিখ্যাত উজবেক সাংবাদিক মুহাম্মাদ বেকজানভের ওপর। বেকজানভ ১৯৯৯ সাল থেকে উজবেকিস্তানের কারাগারে আটক ও নির্যাতিত হয়ে আসছেন।



মন্তব্য চালু নেই