‘উগ্রপন্থা প্রতিরোধে বৃটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক হওয়ার পরামর্শ হাসিনার’

উগ্রপন্থা প্রতিরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থিদের উত্থান এবং এর পিছনে ইউরোপ-আমেরিকা ফেরতদের ভূমিকা তুলে ধরে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানে; ওই প্রতিবেদনে বৃটিশ প্রধানমন্ত্রীকে এই পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।

এ ব্যাপারে বাংলাদেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃটিশ জিহাদিরা বাংলাদেশে মৌলবাদের উত্থানের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তরুণদের তারা ‘সন্ত্রাসী’ সংগঠন আইএসের প্রতি আকৃষ্ট করতে কাজ করছে।

শেখ হাসিনা সন্ত্রাসবাদ দমনে বৃটিশ সরকারের উদ্যোগ প্রত্যাশা করেছেন জানিয়ে তাকে উদ্ধৃত করে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ‘তৃণমূল পর্যায়ে বৃটিশ সরকারের আরো উদ্যোগ নেওয়া জরুরি। পূর্ব লন্ডনে জামায়াতের প্রভাব থাকায় তারা টাকা সংগ্রহ করে পাঠাচ্ছে।’



মন্তব্য চালু নেই