উকুন সমস্যার সব চাইতে সহজ ঘরোয়া সমাধান

চুলের সকল সমস্যার মধ্যে সব চাইতে বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক সমস্যাটি হচ্ছে উকুনের সমস্যা। মাথায় উকুন হলে অনেকের বলতে গেলে রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। অনেকে মাথায় উকুন নিয়ে বিব্রত বোধ করেন। অনেকের আত্মবিশ্বাসও অনেক কমে যায়। কিন্তু শত চেষ্টা করার পরও এবং কাড়ি কাড়ি টাকা খরচ করেও এই নাছোড়বান্দা উকুনের হাত থেকে রেহাই পাওয়া সব সময় সম্ভব হয়ে উঠে না।

এতো সব বাদ দিয়ে একটি ঘরোয়া সমাধান চেষ্টা করে দেখুন। এই পদ্ধতিটি অনেক আগে থেকে এই উকুনের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার হয়ে আসছে। এই উপায়ে খুব সহজ এবং দ্রুত উকুন সমস্যার নিরাময় সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক উপায়টি। আশা করি কাজে লাগবে।
যা যা লাগবেঃ

– ৩ টি মাঝারি আকারের রসুন
– ১ টেবিল চামচ নারকেল তেল
– ১ চা চামচ লেবুর রস
– ১ চা চামচ আদার রস
পদ্ধতিঃ

– প্রথমে রসুন ৩ টির কোয়া খুলে খোসা ছারিয়ে নিন। এরপর পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে দিয়ে রসুন মিহি করে ব্লেন্ড করে ফেলুন।
– ব্লেন্ড করা রসুন একটি বাটিতে নিয়ে এতে ১ চা চামচ আদার রস, ১ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ নারকেলের রস ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন।
– এই পেস্টটি মাথার ত্বকে, চুলের গোঁড়ায় ভালো করে লাগিয়ে নিন।
– ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। এরপর একটি চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।
– ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে আবার ভালো করে আঁচড়ে নিন।
– এভাবে সপ্তাহে ৪/৫ বার এই মিশ্রণটি ব্যবহার করুন। দেখবেন উকুনের সমস্যা থেকে খুব দ্রুত রেহাই পেয়ে গিয়েছেন।



মন্তব্য চালু নেই