উইম্বলডনের ফাইনালে ফেদেরার-জোকার

ছুটেই চলছেন সুইস তারকা রজার ফেদেরার এবং সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। উইম্বলডনে এসে এ দু’জন নিজেদের অনবদ্যভাবে মেলে ধরে ফাইনালে পৌঁছে গেলেন। উইম্বলডনে দু’জনই এক নম্বর এবং দুই নম্বর বাছাই।

প্রতিপক্ষ রিচার্ড গাসকোয়েটকে উড়িয়ে দিলেন ৭-৬, ৬-৪, ৬-৪ সেটে। চতুর্থবারেরমত জকোভিচ উঠে গেলেন উইম্বলডনের ফাইনালে। শিরোপা লড়াইয়ে তিনি মুখোমুখি হবে দুই নম্বর বাছাই রজার ফেদেরারের। অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে নামবেন সময়ের সেরা এই দুই তারকা।

এদিন প্রথম সেটে তুলামুলক লড়াই হয়েছে৷ ৭-৬-এ প্রথম সেট জিতেছেন জোকার৷ এরপর অবশ্য নিজের ছন্দে ফিরেছেন৷ পরপর দুটো সেট চমৎকারভাবে জিতে নিয়েছেন ৷ফাইনালে উঠার বলে জোকার বলেছেন, ‘ কঠিন লড়াই জিতলাম৷ ফাইনালেও কঠিন লড়াই অপেক্ষা করছে ৷ফাইনালেও একই ছন্দ মেলে ধরতে চাই৷’

উইম্বলডনে নিজেকে চমৎকারভাবে মেলে ধরছেন শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা৷শিরোপার লড়াই প্রতিদ্বন্দ্বী যেই হোক না-কেন, টেনিস মহল মনে করছে ফাইনালেও ফেভারিট জকোভিচ ৷

অপরদিকে সেমিফাইনালে ৭-৫, ৭-৫, ৬-৪ গেমে ফেদেরার হারিয়েছেন অ্যান্ডি মারেকে।



মন্তব্য চালু নেই