ঈশ্বরদীর চাল যাবে শ্রীলঙ্কায়

পাবনা জেলার ঈশ্বরদীর উৎপাদিত চাল ভালো মানের হওয়াতে দেশের চাহিদা মিটিয়ে তা শ্রীলঙ্কায় রপ্তানি করা হবে বলে জানান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু।

শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদী খদ্য গুদামের সংরক্ষন ও চলাচল কর্মকর্তার কার্যালয় হতে সরকারি চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কৃষকের উৎপাদিত চাল বেশি বেশি সংগৃহীত হলে ন্যায্য মূল্য নিশ্চিত হবে। ক্রেতা বিক্রেতার আর্থিক স্বচ্ছলতার গতি আনবে। সরকারের ভর্তুকি শুধুমাত্র কৃষকের হাসি সুখ ও স্বাচ্ছন্দ তথা দারিদ্রতা বিমোচনের জন্য।

মন্ত্রী বলেন, ঈশ্বরদী থেকে সরকার ৯৩০ টন চাল ক্রয়ের উদ্যোগ নিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে তা ৪ গুন অথ্যাৎ ৩৮ হাজার টন ক্রয়ের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন, সারা বিশ্বে স্বীকৃত প্রঙ্গাবান রাজনীতিবিদ ও রাষ্ট নায়ক শেখ হাসিনা। তিনি সারা বিশ্বের আপামর জনগনের দারিদ্র বিমোচনে এগিয়ে চলছেন।

মন্ত্রী এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সুখ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।



মন্তব্য চালু নেই