ঈদে রাজধানীতে নিরাপত্তা দেবে বিজিবি

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরো জানান, ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ব্যাপক পদেক্ষপ নেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এ ছাড়া শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ঈদে লম্বা ছুটি। তাই নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে নজর দিতে হচ্ছে। এ সময়ে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তায় নিয়োজিত থাকবে অতিরিক্ত ১৫ হাজার আনসার সদস্য। মহাসড়কগুলোতে ওয়াচ টাওয়ার থাকবে। রিজার্ভ ফোর্স থাকবে, যেখানে প্রয়োজন হবে তারা সেখানে হাজির হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের সময় অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য বাড়ে। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ দিকটা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ২০০ সদস্যকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই