ঈদের নিরাপত্তায় টার্মিনালগুলোতে র‍্যাবের ক্যাম্প

ঈদে বাড়িফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানী থেকে ৭০-৮০ লাখ মানুষ নিজ বাড়িতে যান। তারা যাতে নিরাপদে বাড়িতে যেতে পারে এ জন্য র‌্যাব সদস্যরা দায়িত্বে রয়েছেন। এ ছাড়া রাজধানীতে নিরাপদে ফেরার দিকেও খেয়াল রাখবে র‌্যাব সদস্যরা। এ জন্য শুধু ঢাকা ও ঢাকার বাইরের লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনগুলোতে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় রাজধানীজুড়ে ব্যাপক অর্থনৈতিক লেনদেন হয়। শপিংমলগুলোতে মানুষের যাতায়াত অনেক বেশী থাকে। এ বছর রাজধানীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। প্রতি বছর তারাবীহ ও সেহরীর সময় অপরাধ কর্মকাণ্ড বেশী হয়ে থাকে। কিন্ত এ বছর মানুষ তারাবীহ ও সেহরী স্বস্তিতে পালন করতে পেরেছে, বলেন র‌্যাবের মহাপরিচালক।



মন্তব্য চালু নেই