ঈদের জামাত কখন কোথায়

প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা জালালুদ্দিন আল কাদেরী। তবে কোনো কারণে তিনি উপস্থিত হতে না পারলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিযানুর রহমান এ জামাতে ইমামতি করবেন।

এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বলাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। ঈদের চতুর্থ জামাত অুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাশেম।

ঈদুল ফিতরের পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। আর এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের অধীনে এবার ৩৬৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সমাজকল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম জানান, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ৫৬টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে মোট ২২৪টি জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মোট ১৪৪টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজধানীর প্রতিটি এলাকায়ই হবে ঈদের জামাত।

এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এই জামাতে জাতীয় সংসদের হুইপরা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি অংশগ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা ও সকাল ৯টায় দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে সকাল ৮টায়, শহীদুল্লাহ হলে সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

ধানমণ্ডি ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। সায়েদাবাদ আরজু শাহ্ দরবার শরীফ বড় জামে মসজিদে সকাল ৮টায়, সাড়ে ৮টায় এবং ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই