ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দাবি

আগামী ২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা, বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ২৫টি সংগঠনের ব্যানারে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ২০ রমজানের মধ্যে গার্মেন্টসসহ সব শিল্প প্রতিষ্ঠানের বেতন বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন। নির্দেশনার আর মাত্র ২ দিন বাকি। অথচ কোনো প্রতিষ্ঠানই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের উদ্যোগ নিচ্ছে না।

বক্তারা বলেন, প্রতি বছরের মত গার্মেন্টস মালিকরা ঈদের প্রাক্কালে শ্রমিকদের পাওনা বেতন বোনাস পরিশোধ করেন। শেষ মুহুর্ত হওয়ায় শ্রমিকরা বাড়িতে গিয়ে ঈদ করতে পারে না। তাই নির্দিষ্ট সময়ের আগে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়া হোক।

সমাবেশে আরো বক্তব্য রাখেন গার্মেন্টস কর্মচারী ফেডারেশনেরর সভাপতি নাজিম উদ্দিন, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনেরর সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

একই দাবিতে আরেকটি মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ২০ রোজার মধ্যে কোনো প্রতিষ্ঠানই বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে পারবে না। এতে শ্রমিকদের ভোগান্তি বাড়বে। সরকারের উচিৎ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

তিনি বলেন, বিভিন্ন কারখানায় ঈদের আগে শ্রমিকদের ছাটাই করা হচ্ছে। এর ফলে শ্রমিকরা মানবেতর জীবন কাটাচ্ছেন।

মানববন্ধন থেকে শ্রমিকদের পুনরায় কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।



মন্তব্য চালু নেই