ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

আবহাওয়া ভাল থাকলে রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে তা আধ ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় ঈদগাহের সামগ্রিক প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল, সচিব খান মো. রেজাউল করিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি প্রমুখ।

রাজধানীর ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। তার বিকল্প হিসেবে থাকবেন মুফতি ওয়াহিদুজ্জামান।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বাংলাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দেওয়া হয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই দিন ঈদ উদযাপিত হয়। আর চাঁদ দেখা সাপেক্ষে তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।



মন্তব্য চালু নেই