ইয়েমেন শিগগিরই যুদ্ধ বন্ধ করুন : বান কি মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক পদ্ধতিই দেশটির সংকট নিরসনের সেরা পন্থা বলেও মন্তব্য করেছেন তিনি। বান কি মুন আজ(শুক্রবার) এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সব পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি। এ ছাড়া, ইয়েমেনে জীবন রক্ষাকারী সামগ্রী পাঠানোর এবং সত্যিকার শান্তি প্রতিষ্ঠার সুযোগ করে দেয়ার জন্যও আহ্বান জানান তিনি। এ ছাড়া, সংলাপের মাধ্যমে ইয়েমেন সংকট নিরসনের গুরুত্বের বিষয় সৌদি আরবও অবহিত বলে জানান তিনি।

ইয়েমেনের জন্য জাতিসংঘের নতুন প্রতিনিধি খুঁজে বের করার প্রয়াস চলছে বলে জানান বান কি মুন। সৌদি চাপের মুখে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের দূত জামাল বিনোমার ইস্তফা দেয়ার পরিপ্রেক্ষিতে এ কথা বলেন বান কি মুন। হুথি আন্দোলনকে সমর্থন দিয়েছে বলে বিনোমারের বিরুদ্ধে অভিযোগ করেছে সৌদি আরব।-আইআরআইবি



মন্তব্য চালু নেই