ইয়েমেনে মসজিদ হামলার দায় স্বীকার করেছে আইএস

ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তাদের এ দাবি সত্যি হলে দেশটিতে এটিই হচ্ছে সুন্নি গোষ্ঠী আইএসের প্রথম হামলা।

শুক্রবার জুমার নামাজের সময় রাজধানী সানায় শিয়া সম্প্রদায়ভুক্ত হুথিদের দুটি মসজিদে ওই হামলা চালানো হয়। হামলায় ১৩৭ জন নিহত এবং আরো ৩৫৪ জন আহত হয়েছে।

শুক্রবারের ওই হামলার দায়িত্ব স্বীকার করে টুইটারে বিবৃতি দিয়েছে আইএস। ওই বিবিৃতিতে তারা আরো হামলার হুমকি দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে,‘মুশরিক হুথিদের জানাতে চাই, তাদের উৎখাত না করা পর্যন্ত ইসলামিক স্টেটের সৈনিকরা ক্ষান্ত হবে না।’

এদিকে ইয়েমেনের এই হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। তবে আইএসের হামলার দাবির প্রতি সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেছেন, আইএসের দায়িত্ব স্বীকার করে দেয়া বিবৃতিটি ভূয়া।



মন্তব্য চালু নেই