ইয়েমেনে বিমান হামলায় নিহত ৪৫

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বধীন আরব জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৫জন। সোমবার উত্তর ইয়েমেনের এক শরণার্থি শিবিরে এ হামলার ঘটনা ঘটেছে। এই নিয়ে ইয়েমেনে হুতি শিয়া মিলিশিয়াদের ওপর পঞ্চম দিনের মতো বিমান হামলা চালালো সৌদি আরব।

আর্ন্তজাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র জোয়েল মিলম্যান সংস্থার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন, সৌদি নেত্বতাধীন আরব জোটের বিমান হামলায় উত্তর ইয়েমেনের কেন্দ্রীয় শরণার্থি শিবিরে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৫জন। তবে হতাহতদের মধ্যে কতজন বেসামরিক ও কতজন সেনা সদস্য রয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

এর আগে এক মানবাধিকার কর্মি জানিয়েছিলেন, শরণার্থি শিবিরের গেটে হুতি মিলিশিয়া ভর্তি একটি ট্রাকে হামলা চালানো হয়েছে। এতে ক্যাম্পের নয় বাসিন্দা , দুই নিরাপত্তা রক্ষী ও অসংখ্য যোদ্ধা নিহত হয়েছে।

হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রানলয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে হামলায় নারী ও শিশুসহ ৪০ জন নিহত হয়েছে।



মন্তব্য চালু নেই