ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ দখল হাউথিদের

ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে শিয়া হাউথি বিদ্রোহীরা। তবে ওই সময় প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন না।
প্রেসিডেন্ট প্রাসাদের গার্ডরা জানিয়েছেন, মঙ্গলবার হাউথি যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ সময় সংঘর্ষ চলার পর তারা প্রাসাদের দখল ছেড়ে দিয়েছেন।

প্রেসিডেন্ট আবেদ রাব্বু মনসুর হাদির দেহরক্ষী বাহিনীর প্রধান কর্নেল সালেহ আল-জামালানি একে ‘অভ্যুত্থান’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়া বিদ্রোহীরা সেখানকার অস্ত্রভান্ডার লুট করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাসাদের প্রবেশমুখে যে সামরিকযানগুলি পাহারায় ছিলো হাউথি যোদ্ধারা সেগুলো দখল করেছে।

সোমবার সারাদিন ধরে প্রচণ্ড বিস্ফোরণে রাজধানী বারবার কেঁপে উঠেছে। শহরের নিচু অঞ্চলে থাকা ভবনগুলোও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছিল।বিদ্রোহীরা সানা দখল করে নেয়ার পর থেকে এদিন সরকারি বাহিনীর সঙ্গে তীব্রতম লড়াইয়ে জড়িয়ে পড়লেও সন্ধ্যার পর থেকে দুপক্ষের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয় বলে সরকারি ভাষ্যে জানানো হয়েছিল।

সোমবার সন্ধ্যায় ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়, সানার কেন্দ্রীয় অংশে প্রধানমন্ত্রীর বাসভবন বিদ্রোহীরা ঘিরে ফেলেছে এবং হাউথি প্রতিনিধিরা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন। এর মধ্যেই মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে গুলি ছোড়ে হাউথি যোদ্ধারা। পরে সন্ধ্যায় তারা প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে।



মন্তব্য চালু নেই