ইহুদি এলাকায় হামলায় যুক্তরাষ্ট্রে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যানসাস শহরে রোববার এক বন্দুকধারীর হামলায় গুলিতে নানা ও নাতিসহ তিনজন নিহত হয়েছেন। রোববার শহরের ওভার ল্যান্ড পার্কের কাছে একটি ইহুদি স্থাপনায় ওই হামলার ঘটনাটি ঘটে।

এই হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৭০ বছরের এক শ্বেতাঙ্গকে আটক করেছে পুলিশ। হিটলারের পক্ষে শ্লোগান দিয়ে তিনি ওই হামলা চালান বলে জানা গেছে।। তবে হামলাকারী ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন বলে পুলিশের ধারণা।

স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছেন। নিহত দু জন হলেন, ড.উইলিয়াম লুইস এবং তার ১৪ বছরের নাতি রিয়েত গ্রিফিন আন্ডারউড। তারা দুজনই খ্রিস্টান ধর্মাবলম্বী। নিহত নারীর নাম জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছে আরো এক কিশোর। তার অবস্থা গুরুতর।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হত্যাকাণ্ডের ঘটনায় দু:খ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় তার সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।



মন্তব্য চালু নেই