ইস্টার্ন ব্যাংকের বিষয়ে তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের গ্রাহকের অজ্ঞাতসারে তার অ্যাকাউন্ট থেকে এটিএমের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক।

শনিবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এক সভার পর কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

যে কোনো ব্যাংকের জন্যই এ ধরনের ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে এস কে সুর চৌধুরী বলেন, ‘বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল তদন্ত করবে। পরিদর্শনের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংক।’

তিনি বলেন, ইস্টার্ন ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে নিরাপত্তায় এ ধরনের ত্রুটি থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই