ইসি সচিবালয়ের নিরাপত্তা বাড়াতে চিঠি

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা বাড়াতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখতেও বলা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোহা. ইসরাইল হোসেন স্বাক্ষরিত চিঠিটি সোমবার বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর পাঠানো হয়।

চিঠিতে ইসরাইল হোসেন ডিএমপি কমিশনারকে জানান, ‘ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইসির প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ের পর অফিসে অবস্থান করছেন। এছাড়া নির্বাচন উপলক্ষে ইসি সচিবালয়ে বিভিন্ন দেশী-বিদেশী ব্যক্তি, বিদেশী পর্যবেক্ষক ও রাজনৈতিক ব্যক্তিরা আসছেন। ফলে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়।’

ভোটগ্রহণের আগ থেকে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে।



মন্তব্য চালু নেই