‘ইসি গঠনে আইন করতে রাষ্ট্রপতির নির্দেশনার অপেক্ষায় আছি’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠন বিষয়ে চিন্তা-ভাবনা করে আইন করা উচিৎ। এ ক্ষেত্রে আমি মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনার অপেক্ষায় আছি।’

বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

আগামী নির্বাচন কমিশন গঠনের আগে এ বিষয়ে আইন করা সম্ভব কি না? এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমার মনে হয়, এই আইনটা ঝটপট তৈরি করা যায় না। এর একটা সুদূরপ্রসারী এফেক্ট (প্রভাব) আছে।’

প্রসঙ্গত, কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। কিন্তু ইসি গঠনের আইন এতোদিনেও না হওয়ায় গতবারের মতো এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অধিকাংশ দল নির্বাচন কমিশন গঠনে আইন করতে প্রস্তাব করেছেন।



মন্তব্য চালু নেই